ব্রাহ্মণবাড়িয়ায় এক তরুণের রহস্যময় মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ , ২৮ আগস্ট ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়ায় ক্লান্ত রঞ্জন শীল (২২) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৮ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
ক্লান্ত রঞ্জন শীল জেলা সদর হাসপাতালে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিসটেন্ট (ম্যাটস) এর ইন্টার্নির ছাত্র ছিলেন। তিনি জেলার আখাউড়া উপজেলার মুগড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে নিহার রঞ্জন শীলের ছেলে৷
পরিবারের সদস্যরা জানান, ক্লান্ত সদর উপজেলার সুলতানপুরে তার মামার বাড়িতে থেকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন। গত কয়েকদিন যাবত তিনি হতাশায় ভুগছিলেন। শনিবার হাসপাতালে ডিউটির পর সকালে বাসায় যান।
রাতে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন ‘জীবনডাই আফসোস’। সকালে ১০টার পর পরিবারের সদস্যরা রুমে গিয়ে অনেক ডাকাডাকি করলেও তার কোনো সাড়াশব্দ পাননি। পরে তাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, কেউ বিষয়টি আমাদের জানায়নি। হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা আছে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন