মেহজাবিনের মা’র অপারেশন”নিউ ঢাকা মডার্ন ক্লিনিকে ভর্তি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা উচালিয়া পাড়ার মেহজাবিনের মা হঠাৎ অসুস্থ হলে নিউ ঢাকা মডার্ন ক্লিনিকে নিয়ে গেলে,গতকাল ডা. সানজানা শারমিন শশী( ল্যাপারস্কপিক সার্জন) তিনি তার চিকিৎসা করেন। পরে প্রয়োজনে জরুরি কয়েকটি রিপোর্ট করতে বলেন। আজ সকালে সব রিপোর্ট দেখে চিকিৎসকের পরামর্শে নিউ ঢাকা মডার্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট)সন্ধ্যায় চিকিৎসক মেহজাবিনের মার অপারেশন করেছেন। এবং ভালো ভাবে শেষ হয়েছেন “”আলহামদুলিল্লাহ ” এদিকে মেহজাবিন কিছুক্ষণ পর-পর মাকে অপারেশন রোমে দরজা খুলে দেখে আর চোখের পানি দুই গালভরে ঝরছে। বলতে চাইলেও কিছু বলতে পারছেনা। শুধু কাঁদে” অনেক সময়ের পরে মেহজাবিন বলে, বাবা সবাই যেন আমার মায়ের জন্য দোয়া করেন। যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। “দোয়া চেয়ে বলি,
আল্লাহ পৃথিবীর সকল মাদেরকে সুস্থ রাখেন। মা অসুস্থ আর কোন মেহজাবিন যেন অপারেশনের দরজায় এভাবে তাকিয়ে থাকতে না হয়? হে সৃষ্টিকর্তা আপনি মহান।। আমিন।।
আপনার মন্তব্য লিখুন