শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকীতে সরাইলে সেচ্ছাসেবক লীগের আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ , ৬ আগস্ট ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৫ আগষ্ট) বিকালে উপজেলার প্রাত বাজারে অফিস কক্ষে এই উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. হোসেন মিয়া। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক মো. বাবুল হোসেন, জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আসরাফুজ্জামান তারিফ, সদর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ মিয়া, শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো.জুয়েল, পানিশ্বর ইউপি সাধারণ সম্পাদক আমির হোসেন, কালিকচ্ছের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি তানভীর আহমেদ জিতুসহ উপজেলা ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শহীদ শেখ কামালের জীবনের বিভিন্ন দিক তুলেধরে আলোচনা এবং স্মৃতিচারণ করেন।
আপনার মন্তব্য লিখুন