২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

স্ত্রীর মৃত্যুর এক ঘন্টা পর স্বামীর মৃত্যু!!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ , ৩ আগস্ট ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্ত্রীর মৃত্যুর এক ঘন্টা পর স্বামীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ আগষ্ট) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী নাফিজা (৪৫) মারা যান। এর এক ঘন্টা পর স্বামী শাহাবুদ্দিন (৫৫) কে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন।

শাহাবুদ্দিন জেলা শহরের দাতিয়ার অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেনের ছেলে।

শাহাবুদ্দিনের ছোট ভাই আইনজীবী এমএম শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ভাবী বেশকিছু দিন যাবত কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তাকে নিয়মিত কিডনি ডায়ালসিস করা হচ্ছিল। আমার ভাইও হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত একসপ্তাহ আগে উনাকে হার্টে রিং পড়ানো হয়েছে। আজ দুপুরের পর আমার ভাবি হঠাৎ অসুস্থ হয়ে যান। তাকে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি বিকেল ৪টার দিকে মারা যান।

ভাবির মৃত্যুর পর আমরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। তাকে বিকেল ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের দুজনকে দক্ষিণ মৌড়াইল কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2022
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন