কসবায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ , ৩ আগস্ট ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মোহাম্মদ রাসেল মিয়া কসবা(ব্রাহ্মণবাড়িয়া) :ব্রাহ্মণবাড়িয়া কসবা খাড়েরা ইউনিয়নে (৩ আগষ্ট) বুধবার বেলা ১১.০০ ঘটিকায় কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই আনিছুজ্জামান, এএসআই/মোঃ মাসুদ সরকার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়নের ধর্মপুর সাকিন্থ পঞ্চগ্রাম ঈদগাহের সামনে অনন্তপুর টু মনকশাই পাকা রাস্তার পাশ হইতে ১০ কেজি গাঁজা সহ মাদক কারবারিকে গ্রেফতার করে। আটককৃতরা হচ্ছে, উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের ফায়েজ মিয়া ছেলে ফারুক(২৭)।
এদের বিরুদ্ধে কসবা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হবে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
আপনার মন্তব্য লিখুন