দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, বিভূতি ভূষণ দেবনাথ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ , ৩০ জুলাই ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকন্ঞ্জি,টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত গতকাল ২৯জুলাই শুক্রবার বিকেল ৫টা ৩০মি. ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট আ ফ মেসবাহ উদ্দীন ইকো”র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান শাহীন,
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ বলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, জাতি-ধর্ম নির্বিশেষে স্বাধীনতার পক্ষের সচেতন জনগোষ্ঠীকে দেশের কল্যানে কাজ করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে মনোনিবেশ করতে হবে ।সমাজে শান্তি প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রসন্ন দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের কার্যকরী সদস্য আফরিন ফাতিহা জুঁই,সৈয়দা মুক্তা,তানজিনা,রজত কর,শুভ,অমৃত,জোবায়ের,সৈয়দা স্বর্ণালী প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন