ব্রাহ্মণবাড়িয়ায় ডেলটা লাইফ বীমা গ্রাহকদের মাঝে চেক বিতরন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ , ২৪ জুলাই ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়া ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের বীমা গ্রাহকদের মাঝে বীমার মেয়াদ পূর্তির চেক বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে টিএরোডস্থ কোম্পানীর জেলা অফিসে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের জরিনা বেগমের বীমার মেয়াদপূর্তির ৩লক্ষ ৩৮ হাজার টাকার চেক দেয়া হয়। জরিনার পক্ষে তার মামা ফখরুল হাসান এই চেক গ্রহন করেন। এছাড়া জেলা শহরের দক্ষিন পৈরতলা গ্রামের মাসুম মিয়ার বীমার মেয়াদ পূর্তির ৭৭ হাজার ১৩০ টাকা তার স্ত্রী সুবর্ণা বেগমের হাতে এবং সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের নার্গিস আক্তারের মেয়াদপূর্তির ৪৮ হাজার ২০৪ টাকা তার স্বামী সারোয়ার হোসেন জিলানের হাতে তুলে দেয়া হয়। বীমা গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। এসময় উপস্থিত ছিলেন ডেলটার অফিস ইনচার্জ মো: আরজু ও ব্যবস্থাপক সৈয়দ মো: আকরাম।
আপনার মন্তব্য লিখুন