আশুগঞ্জে মেঘনা নদীতে গোসলে নেমে বেকারি শ্রমিক নিখোঁজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ , ২৩ জুলাই ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকন্ঞ্জি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসলে নেমে আরিয়ান (১৯) নামের এক বেকারি শ্রমিক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে আলু বাজার নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
আরিয়ান আনন্দ বেকারি নামের একটি প্রতিষ্ঠানের বেকারি শ্রমিক। তার বাড়ি ঢাকার ডেমরা এলাকায়।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মেঘনা নদীতে বেকারির অন্যান্য স্টাফদের সঙ্গে গোসলে আরিয়ান যায়। সে সাঁতার না জানায়, মগ নিয়ে সে ঘাটে বসে গোসল করছিল। এসময় হঠাৎ নদীর পানিতে পড়ে গিয়ে আরিয়ান তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্যরা চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারেননি। পরে আশুগঞ্জ থেকে দমকল বাহিনীর সদস্যরা এসেও ব্যর্থ হয়।
আশুগঞ্জ দমকল বাহিনীর সাব অফিসার তমিজ উদ্দিন জানান, আমাদের এনেছেন ঠিকই কিন্তু আমাদের ডুবুরি দল নেই। ভৈরব থেকে ডুবুরি দল আসার পর উদ্ধার কাজ শুরু হবে৷
আপনার মন্তব্য লিখুন