২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে বিশেষ আইন-শৃঙ্খলা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সম্প্রীতি ও আইন শৃঙ্খলা রক্ষায় সরাইল উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারা মানুষের সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোর হস্তে দমন করার কথা বলেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার ১৯ জুলাই দুপুর সাড়ে বারটা সরাইল উপজেলা পরিষদের রোমে
বিশেষ আইন শৃঙ্খলাওসম্প্রীতি সভায় উপরোক্ত কথাগুলো বললেন। সরাইল উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও)মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে আইন শৃঙ্খলা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সভায় একই সাথে সিদ্ধান্ত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরাইলের কেউ যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারিতে রাখার কথা বলেছেন। যে কোনো পরিস্থিতিতে সরাইল উপজেলা শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের সাথে সম্মিলিতভাবে পুলিশ, আনসার, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাথে থাকবেন।কোথাও কোন ধরণের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পূর্বেই সম্মিলিতভাবে তা নিয়ন্ত্রণ করা হবে। একই সাথে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সবাই মিলে সম্প্রীতি রক্ষায় একযোগে কাজ করবেন। আইন শৃঙ্খলা ও সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা ভাইস- চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.আসলাম হোসেন, সরাইল উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মাও. আনিসুর ইসলাম।উপজেলা আনসার প্রধান বিউটি আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি দেব দাস সিংহ রায়, সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের সদস্য দীলিপ বনিক, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজ পুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, চুন্টা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো.সায়েদ মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন