২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

কসবায় নিয়ন্ত্রণহীন ভাবে বাড়ছে অটোরিকশা, যানজটের কবলে কসবাবাসী।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ , ১২ জুলাই ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

মোহাম্মদ রাসেল মিয়া :ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর এলকায় রাস্তাগুলো এখন ব্যাটারিচালিত অটোরিকশা ও চার্জার রিকশার দখলে।

অটোরিকশা চলাচলে নিয়ন্ত্রণ না থাকা ও অতিরিক্ত অটোরিকশা চলাচল করায় কসবা পৌর এলকায় প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে।

কসবা কদমতলী বাজারের সামনে থেকে সুপার মার্কেটের মোড় হয়ে পরাতন বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের আশপাশে বিপণিবিতান, মার্কেট, বাজার ও গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত।

অটোরিকশার কারণে গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন যানজটের কবলে পড়তে হয় কসবাবাসীকে।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পুরো সড়ক রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় ঠাসা। থেমে থেমে অটোরিকশার জটলা তৈরি হচ্ছে। যাত্রী দেখলেই চার্জার রিকশাগুলো যেখানে-সেখানে দাঁড়িয়ে পড়ছে। আবার পৌর ও সিমান্ত মার্কেটের বিভিন্ন পয়েন্টে যাত্রীর আশায় অটোরিকশাগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে মুহূর্তেই অটো ও চার্জার রিকশার দীর্ঘ সারি হয়ে যায়। এই দীর্ঘ সারির কারণে পথচারীদের সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়াও বেশ কষ্টকর।
বাজার বা মার্কেট শেষ করে রাস্তার উল্টো দিকে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন কসবা মীরতলা নাজমুল হোসেন ফুরকান । তিনি বলেন, বাজার করতে যত সময় লাগে, তার থেকে বেশি সময় রাস্তায় চলে যায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন