ঈদ উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৬ দিনের ছুটি, স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ , ১০ জুলাই ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকন্ঞ্জি ,পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ৯ জুলাই শনিবার থেকে ১৪ জুলাই পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছেন ব্যবসায়িরা। স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। তবে ছয়দিনের ছুটির পরের দিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই শনিবার থেকে ব্যবসায়িক কার্যক্রম চালু করা হবে। আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, উল্লেখিত সময়ে শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক থাকবে। বিষয়টি ইতিমধ্যেই দু’দেশের ব্যবসায়িদেরকে জানানোর ব্যবস্থা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন