খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ৩৩কেজি গাঁজা উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ , ১৪ জুন ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকা থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। সেই সঙ্গে একটি সিএনজি ও জব্দ করেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশ। সোমবার (১৩ জুন) বেলা দুপুর একটার দিকে গাঁজাসহ সিএনজি আটক করা হয়।এর সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু বলেন, প্রতিদিনের মত ঢাকা- সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশের চেক পোষ্টের তল্লাশী চলছিল। তল্লাশী অভিযান দেখে চেক পোষ্ট থেকে কিছু দূরে সিএনজি রেখে চালক ও মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে চলে যায়।পরে সিএনজি তল্লাশী করে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, এসময় সিএনজি টি জব্দ করে হাইওযে থানায় আনা হয় মামলা প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য লিখুন