২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , ১২ জুন ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ রোববার-২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের সৌজন্যে মিলাদ মাহফিল ও বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ১২ জুন সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল।সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন , সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, অএ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আয়ুইব খান, উপজেলা জাতীয় পার্টি নেতা মো.রহমত হোসেন,অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, অভিভাবক সদস্য গাজী আব্দুল রাজ্জাক,অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের শিক্ষক গাজী আব্দুল মাজিদ, এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. মাহবুব খন্দকার,শিক্ষক নুর আলামিন, সহকারী শিক্ষক আব্দুল করিম, শিক্ষক মো. সাদেক মিয়া প্রমুখ।প্রধান অতিথি সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আরিফুল হক মৃদুল বক্তব্যে বলেন,তোমরা নিজেকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। একজন মানুষ হিসেবে এটাই তোমাদের কাছে প্রত্যাশা করছি।শিক্ষিত হওয়া যায় কিন্তু সুশিক্ষিত নাগরিক হওয়ার জন্যে আদর্শ মানুষ হতে হয়। আদর্শ সুনাগরিক দেশের অহংকার। তোমরা একদিন আদর্শ নাগরিক হয়ে এ দেশের উন্নয়নে কাজ করবে, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। ইউএনও আরোও বলেন, প্রত্যেক পরীক্ষার্থী যেন ভাল ফলাফল করে উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়তে পারে সেই প্রত্যাশা করে, সকল শিক্ষার্থীকে ভালো ভাবে প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ বছর সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হতে মোট ২শত১ জন ছাত্রী অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করতে যাচ্ছে। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। উপস্থিত এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল । মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ বেলালী ও শাহী মসজিদের পেশ ঈমাম মাওলানা আমানুল্লাহ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন