আখাউড়ায় আগুনে পুড়ল দুই প্রবাসী ভাইয়ের ঘর!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ , ১২ জুন ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের টানুয়াপাড়া গ্রামে রবিবার ভোরে লাগা আগুনে দুই ভাইয়ের ঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি দল এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সৌদিপ্রবাসী মো. আব্দুল হাই ও মালয়েশিয়াপ্রবাসী মো. কাওছার মিয়া প্রবাসে অর্জিত আয় থেকে কয়েক মাস আগে আধাপাকা এ দুটি ঘর নির্মাণ করেন। আগুনে ঘরসহ সব কিছু পুড়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে দুজনের পরিবারই এখন বেশ দুশ্চিন্তার মধ্যে পড়েছে। দুই ভাইয়ের আবার প্রবাসে যাওয়ার টিকিটসহ অন্যান্য কাগজপত্রও আগুনে পুড়ে গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর পৌনে ৪টার দিকে প্রথমে আব্দুল হাইয়ের বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কাওছার মিয়ার ঘরও পুড়ে যায়। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মনির সারোয়ার জানান, আগুন লাগার খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন