২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের প্রবেশ পথে সামান্য বৃষ্টি হলেই জমছে পানি, দুর্ভোগে রোগীরা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ , ১ জুন ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা অন্যতম এলাকা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স।সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর প্রধান গেইটে নিচে প্রবেশ পথে সামান্য বৃষ্টি হলেই জমছে পানি, দুর্ভোগে রোগীরা। ৩১ মে মঙ্গলবার রাতে তোলা ছবি দেওয়া আছে। উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের প্রবেশ পথে অল্প বৃষ্টিতেই জমছে পানি। হাসপাতালের গেইটের নিচে রাস্তায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। ফলে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা প্রতিয়িত চরম ভোগান্তি পোহাতে হয়। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যার আগে বৃষ্টি হলে ওই রাস্তার পানি জমে থাকতে দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স প্রবেশ পথের রাস্তায় ঢুকতেই শুরুতে জমেছে পানি। হাসপাতালের প্রবেশ পথ দিয়ে ভারী যানবাহন চলাচল না করলেও রিক্সা ,ইজিবাইক, মোটরসাইকেল, প্রাইভেটকার সিএনজিসহ অন্যান্য যানবাহনে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগীসহ মানুষ যাতায়াত করে। ময়লা পানিতে কাপড় নষ্ট করে তিক্ত অভিজ্ঞতা নিয়েই এ রাস্তায় নিত্য যাতায়াত রোগীর সাথে আসা স্বজনদের। আজ রাতে রোগীর নিয়ে আসা জাহাঙ্গীর বলেন, এ রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। কয়েক দিন পর্যন্ত এই পানি জমে থাকে । রিক্সা চালক জাফর উদ্দিন বলেন, হাসপাতালে রোগীর নিয়ে আসলে এ গেইটের নিচে পানি জমে থাকে। সামান্য বৃষ্টি হলেই জমে পানি আর শুকনো পেলাম না। এ রাস্তা দিয়ে রিক্সা চালানো বিপদ। মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে যায়। রোগী নিয়ে অনেক রিক্সা উল্টে পড়ে যায়। হাসপাতালের প্রবেশ পথে পানি জমার বিষয়ে, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া বলেন, গেইটের প্রবেশ পথে রাস্তা নিচু থাকার কারণে বৃষ্টি হলেই পানি জমে। উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে অল্প দিনের মধ্যেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন