৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

আসুন অল্প পুঁজিতে চা পাতার ব্যবসায় ভাল ইনকাম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ , ২৯ মে ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

টাইমস ডেস্কঃ যাদের পুজি নেই অথচ চাকরী না করে ব্যবসা করতে চান কিন্ত টাকার জন্য করতে পারছেন না, তাদের হতাশ হবার কোন কারন নেই। সামান্য পুজি নিয়েই ব্যবসা শুরু করা যায় এবং ভাল ইনকাম করা যায়। আমি চা পাতার ব্যবসার কথা বলছি। খুব অল্প টাকা ইনভেস্ট করে যে কউ শুরু করতে পারেন

আমাদের চারপাশে অসংখ্য চায়ের দোকান রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ চা খাচ্ছে এসব দোকান থেকে। আর যারা চা বিক্রি করছে, তারা প্রতিদিন ১ থেকে ২ কেজি পর্যন্ত চা পাতা ব্যবহার করছে। আপনি আপনার আশে পাশের মাত্র ৩০টি চায়ের দোকানকে টার্গেট করুন।

ধরুন আপনি ৩০টি চায়ের দোকান ঠিক করেছেন যারা আপনার কাছ থেকে প্রতিদিন ১ কেজি চা কিনবেন। (আর যদি তারা আধা কেজি চা পাতা করে কিনে তাহলে আপনি ৬০টি চা দোকান ঠিক করুন)। দোকানীরা ১ কেজি চা পাতা ৪০০ টাকা থেকে ৪২৪ টাকা দরে বিভিন্ন কোম্পানীর কাছ থেকে কিনে। আপনি তাদেরকে এর চেয়েও কম দামে সরবরাহ করবেন।

আপনি ভাল মানসম্পন্ন চা ৩২০ টাকা দরে কিনতে পারবেন যা পরিবর্তনশীল । ধরুন আপনি ৩২০ টাকা দরে কিনে দোকানীকে ৩৮০ টাকা দরে দিলেন। তাহলে দোকানী এখানেই ১০-৪০ টাকা লাভ করতে পারবে। আর আপনারও লাভ হবে ৫০ টাকা প্রতি কেজিতে। তাহলে ৩০ কেজিতে আপনার লাভ হবে ১৫০০ টাকা প্রতিদিন।

আপনি যে সব দোকানীকে চা পাতা দেবেন, তাদের কাছ থেকে নগদ টাকা নেওয়ার চেষ্টা করবেন। এসব ছোট দোকানদাররা নগদ লেনদেন করে । যদি নগদ নিতে না পারেন, তাহলে পরের দিন অবশ্যই তারা দিয়ে দেবে। তাই আপনাকে ১কেজি চাপাতা দোকানে দিয়ে পরের দিন টাকা নিতে হবে এবং আরেক কেজি চাপাতা তাদেরকে দিতে হবে।

অর্থাৎ এক কেজি পুজি আপনাকে মার্কেটে রাখতে হবে আর এক কেজির পুজি দিয়ে আপনার মাল কিনে রাখতে হবে পরের দিন তাদেরকে দিয়ে । এখন প্রশ্ন হল আপনি কি প্রথম মাসেই ৩০/৬০টি দোকান ঠিক করতে পারবেন। না, এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে । আপনি হয়তো ১ম মাসে ১০টি দোকান ঠিক করতে পারবেন, পরের মাসে আরো ১০টি এবং এর পরের মাসে আরো ২০টি।

এভাবে হয়তো ৩০/৬০টি দোকান ঠিক করতে আপনাকে ৩-৪ মাস সময় লাগতে পারে। তবে আমাদের চারপাশে যে হারে চায়ের দোকান বাড়ছে, তাতে আপনি যদি প্রতিদিন ৪-৫ ঘন্টা করে সময় দেন তাহলে এক মাসে অন্তত আপনি ২০ টি দোকান ঠিক করা কোন ব্যাপার হবে না। এজন্য দোকানদারকে বোঝাতে হবে, আপনার পণ্যটি ভাল হতে হবে, তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে।

আপনি যদি সময় বেশী দিয়ে ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, তবে সফলতা আসবেই এ ব্যাপারে কোন সন্দেহ নেই। দোকান বাড়লে আপনি ইনভেস্ট বাড়িয়ে লাভের পরিমানও বাড়াতে পারেন। অনেক সময় লাখ টাকা বিনিয়োগ করার পরেও ব্যবসা নাও হতে পারে। তবে এতেও কোনো সমস্যা নেই। চা পাতা কোনো না কোনভাবে তো বিক্রি হয়েই যাবে।

সেক্ষেত্রে আপনার টাকা লোকসান হওয়ার আশঙ্কা নেই। কারণ পণ্য তো আপনার কাছেই থাকবে। এছাড়া আপনি চাইলে প্রথমদিন থেকেই লোক নিয়োগ দিয়ে চা পাতা বিক্রি করতে পারেন। অথবা ব্যবসার পরিধি যখন বৃদ্ধি পাবে তখন কয়েকজন বেকার লোকের চাকরি দিতে পারেন। মফস্বল শহরে নিশ্চয় কম টাকায় চাকরি দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2022
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন