আখাউড়া স্থলবন্দরে মাঙ্কিপক্স সংক্রমন প্রতিরোধে সতকর্তা জারি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ , ২৩ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে মাঙ্কিপক্স ভাইরাস সংক্রমন প্রতিরোধে সতকর্তা জারি করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ জানান, ভার্চুয়ালির মাধ্যমে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন প্রফেসর আহমেদুল কবির মাঙ্কিপক্সের বিষয়ে আমাদেরকে সতকর্তার নির্দেশনা দিয়েছেন। রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে মাঙ্কিপক্সের নিয়মাবলি সম্পর্কে চিঠিও দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হবে। যেসব দেশ আক্রান্ত হচ্ছে সেসব দেশ থেকে যারা আসছেন তাদের বিষয়ে সতকর্তা অবলম্বন করা হচ্ছে। যদি তাদের শরীরে এই ভাইরাস পাওয়া যায় তাদের সংক্রমণব্যাধি হাসপাতালে প্রেরণ করা হবে। যেহেতু এটা নতুন রোগ তাই সকলে সতর্ক থাকতে হবে। এছাড়াও সংক্রমণব্যাধি হাসপাতালগুলো প্রস্তুত আছে।
আপনার মন্তব্য লিখুন