ব্রাহ্মণবাড়িয়ায় দুই সহস্রাধিক শিক্ষার্থীর বাল্য বিবাহকে ‘না’ বলার শপথ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ , ২০ মে ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী দুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী বাল্য বিবাহকে না বলে শপথ গ্রহন করেছে।
বৃহস্পতিবার শহরের সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শপথ গ্রহন করেন। বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান। সমাবেশে বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু, সহ-সভাপতি তাপসী রায়, পিফরডির জেলা ফ্যাসিলেটর খোদেজা বেগম প্রমুখ।
এর আগে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অুনষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন