ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্কাস পার্টির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ , ১৭ মে ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকন্ঞ্জি ,“দুনিয়ার মজদুর এক হও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সূবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ওয়ার্কাস পার্টির সদস্য কমরেড শামছুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ পাটোয়ারী, জেলা যুব মৈত্রী’র সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান প্রমুখ। এসময় বক্তারা, সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে ও মুক্তিযোদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলকে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির লাল পতাকার তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন