বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকসহ আটক এক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ , ১৭ মে ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৩২০০ পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার করে।
এসময় মৃত ফিরোজ মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: সালাম ওরফে শাহালম (৪৫) গ্রেফতার করে।
মঙ্গলবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলার বিজয়নগরের জলিলপুর গ্রামের শাহালম এর বাড়িতে রাখা সি.এন.জি অটোরিক্সা তল্লাশী করে ৩২০০ পিস ইয়াবা, গাঁজা ও ১ টি সিএনজি ও মোটরসাইকেল, নগদ পঞ্চাশ হাজার টাকাসহ মোবাইল উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতার আসা,সহ পলাতক দুই আসামিৃর বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা : জেরিন
আপনার মন্তব্য লিখুন