ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ , ১৬ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। উপজেলা খাদ্য দপ্তর সূত্র জানায়, এ বছর আশুগঞ্জ উপজেলায় ৩৬ হাজার ৫শ ৫৭ মেট্রিক টন চাল ও ৫৫৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহম‚ল্য ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা ও আতপ ৩৯ টাকা সরকারি ম‚ল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা খাদ্য গুদামে এ ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তামনি তালুকদার, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) এ কে এম মঈনুল খাইর, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা চাতালকল মালিক সমিতির সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন