অনুপযোগী গরুর মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ , ১৬ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাবার অনুপযোগী গরুর মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা সদরের পৌরবাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দন্ডপ্রাপ্ত আকরাম নবীনগর পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, মাংস ব্যবসায়ী আকরাম নবীনগরের পৌর বাজারস্থ তার দোকানে পচা মাংস বিক্রি করছেন এমন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় ভেটেরিনারি সার্জন ডাক্তার সাদিকুল ইসলাম ওই মাংস খাবার অনুপযোগী বলে নিশ্চিত করে। পরে ভ্রাম্যমান আদালত ওই ব্যবসায়ীকে ২০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, জবাইকৃত গরুটির পা ভাঙা ছিল। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ওই ব্যবসায়ীকে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন