বিশ্বকবি রবীন্দ্র নাথের ১৬১তম জন্মবার্ষিকী ও মা দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ , ৯ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী ও বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে দিবস দুটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন, সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতি ভূষণ দেবনাথ, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, নারী নেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন