আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ , ৮ মে ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মোহাম্মদ রাসেল মিয়া :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঢাকা হতে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসে কাটা পড়ে মোঃ হারিজ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৮ মে ) দুপুরে আখাউড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মসিংহ জেলা নান্দাইল উপজেলা রসুলপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন ছেলে মোঃ হারিজ মিয়া। ময়মনসিংহ হতে ধান কাটার কাজ করার জন্য অত্র এলাকায় এসেছিলেন।
জানা যায়, ঢাকা হতে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সামনের ইঞ্জিনে ট্রেন ছেড়ে যাওয়ার সময় উঠার জন্য চেষ্টা করলে নিচে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন।এতে তার হাত, পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন