কসবা পৌর আওয়ালীগের সভাপতি শফিক -সম্পাদক রুস্তম খাঁ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ , ৭ মে ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মোহাম্মদ রাসেল মিয়া কসবা (ব্রাহ্মণবাড়িয়া) :ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার কসবা পৌর শাখা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ শফিকুল ইসলাম শফিককে পৌর আওয়ামী লীগের সভাপতি এবং মোঃ রুস্তম খাঁ কে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
গত ০১ই এপ্রিল ২০২২ ইং শনিবার সকাল ১০ ঘটিকায় কসবা টি আলী ডিগ্রি কলেজের মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ কসবা পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ ৭ ই মে রোজ শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ কসবা উপজেলা শাখার আহ্বায়ক আনিসুল হক এমপির (বর্তমান আইনমন্ত্রী) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৩ বছরের জন্য ২ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নব-নির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম শফিক এর বাড়ি পৌরসভার কৃষ্ণপুর গ্রামে ও সাধারণ সম্পাদক রুস্তম খাঁ এর বাড়ি পৌরসভার তেতৈয়া গ্রামে।
নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বর্তমানে কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন এবং সাধারণ সম্পাদক রুস্তম খাঁ কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এছাড়া উক্ত কমিটির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ১৫ কার্য দিবসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন