ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ , ২ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
এনই আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়ায় সকাল ৮ টায় জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর। এছাড়াও টেংকের পাড় জামে মসজিদ, পশ্চিম মেড্ডা শরীফপুর ঈদগাহ মাঠ, দক্ষিন পৈরতলা বাসস্ট্যান্ড মসজিদুল কোবায়, হাসপাতাল মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং জেলার বিভিন্ন মসজিদে মসজিদে সকাল ৮ টা থেকে ৯ টার ভেতর ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে ঈদগাহ মাঠ ও মসজিদগুলোতে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। সকাল থেকে চলছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। এছাড়াও ঈদ জামাতের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন