সরাইলে সাংবাদিক জালাল এর ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ , ৩০ এপ্রিল ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশা গ্রামের সন্তান সাংবাদিক এমডি জালাল এর ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ নগদ অর্থ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ এপ্রিল) উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের তার নিজ বাড়িতে এলাকার সুধিজনদের উপস্থিতিতে সাংবাদিক জালাল তার ব্যক্তিগত উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করে।ইফতার মাহফিলে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, সরাইল- আশুগঞ্জ এলাকার সাবেক এমপি জিয়াউল হক মৃধা, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. মনসূর হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, হাজি ইকবাল হোসেন প্রমুখ। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
আয়োজক সুত্রে জানান,সরাইল উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের কাটানিশা গ্রামের সন্তান সাংবাদিক এমডি জালালের গ্রামের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলে দুই শতাধিক গরীব, হতদরিদ্র ও এতিম লোকজনের মাঝে আনুষ্ঠানিকভাবে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন