সরাইলে পাঞ্জাবি বিতরণ ইফতার ও দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ , ৩০ এপ্রিল ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) পবিত্র মাহে রমজান উপলক্ষে সরাইল উপজেলা উচালিয়া পাড়া মোড়ের সিএনজি স্ট্যান্ডের চালকদের আয়োজনে শুক্রবার ২৯ এপ্রিল বিকেলে পাঞ্জাবি বিতরণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ উপজেলা উচালিয়া পাড়া মোড়ের সিএনজি স্ট্যান্ডের সভাপতি মো. জাকারিয়ার সভাপতিত্বে ১০০ জন চালকের মাঝে ঈদের উপহার তুলে দেন উপস্থিত অথিতি বৃন্দগণ। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মো. সোনা মিয়া, মো. শাহজাহান, মো. হেলাল উদ্দিন,মো. মোবারক প্রমুখ। মাহফিলে চালকদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া, অনুষ্ঠানে চালকদের সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।
আপনার মন্তব্য লিখুন