সড়কে অটোরিকশা ফেলে ডাকাতি আহত ২
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়কে অটোরিকশা ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। নাসিরনগর-তিলপাড়া সড়ক এলাকায় গত বুধবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ টাকা, মুঠোফোনসহ মালপত্র লুট করে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে সিএনজি স্টেশন থেকে বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া গ্রামের গন্তব্যে যাওয়ার পথে রিতুলের মোটরসাইকেলে একজন অপরিচিত যাত্রী উঠে। এরপর কিছু দূর তিলপাড়া-আনন্দপুর রাস্তার পাশে যেতেই সড়কে একটি অটোরিকশা ফেলে পথ আটকে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলে থাকা দুজন যাত্রীকে। পরে তাদের কাছ থেকে নগদ টাকা ও মালামাল লুটে নেয় ডাকাত দল। এসময় ডাকাতরা মোটরসাইকেলের আরোহী রিতুল সরকারের মুখে দা দিয়ে আঘাত করলে তার নাক কটে যায়। এ ছাড়াও পিটিয়ে আহত করে রুহুল আমিনকে। আহতরা হলো-মোটরসাইকেল আরোহী রিতুল সরকার ও তার বন্ধু রুহুল আমিন। গুরুতর আহত রিতুল সরকারকে রাত ১১টা ৫০ মিনিটে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ডাকাতের কবলে পড়া রুহুল আমিন বলেন, ডাকাত দলে ৬ জনের মতো সদস্য ছিল। তারা রাস্তায় অটোরিকশা দিয়ে আমাদের পথ আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে। আমাদের দেহ তল্লাশি করে টাকা, মুঠোফোনসহ মালামাল লুটে নেয়। ডাকাত দল ১০ হাজার নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন লুটে নিয়েছে। আমার সাথে থাকা রিতুল সরকারকে দা দিয়ে আঘাত করে। আমি দৌঁড়ে ২০০ গজ দূরে থাকা পুলিশের কাছে গিয়ে ডাকাতির কথা বললে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়। স্থানীয় ইমরান মিয়া বলেন, এ রাস্তায় প্রতিদিনই ডাকাতি হয়। পুলিশ ঘটনাস্থলে ছিল তার পরও ডাকাতি হয়েছে বহুবার।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলের আশপাশেই ছিল। পরে খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়ে দ্রæত জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
আপনার মন্তব্য লিখুন