সরাইলে আইন শৃংখলা কমিটির মাসিক সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবিড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির মাসিক সভা ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারহানা নাসরিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল থানার প্রতিনিধি পুলিশ পরিদর্শক তদন্ত মো. শিহাব হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমিন, উপজেলা জাতীয় পার্টি নেতা মো. হুমায়ুন কবির, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল খোদা চৌধুরী বাদল, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আলী, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা. রোভী, উপজেলা উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা। বাজারের যানজট,মাদক,জুয়া, চোর-সিন্ডিকেট ও ঈদ উপলক্ষে ঘরমুখি মানুষের নিরাপত্তা বিধান নিয়ে দেয়া বক্তব্যের জবাবে উপজেলা নির্বাহী অফিসার ও সভার সভাপতি মো. আরিফুল হক মৃদুল থানার পুলিশকে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে উপস্থিত সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য তাকে যে,বিদ্যুৎ নিয়ে উপস্থিত ভক্তরা অনেক কিছু বললেও ওই অফিসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।
আপনার মন্তব্য লিখুন