১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

জামালগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ , ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.শাহীন আলম, সুনামগঞ্জ::ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্টান অনুষ্টিত হয়। শুভ উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইট, বালু, সিমেন্টের নিখুত এক ভবন হবে সত্য একটি স্বপ্ন তব আশ্রয়ন আমরা এ স্বপ্নের ক্ষুদ্র সারথি কৃতজ্ঞতায় মাননীয় প্রধানমন্ত্রী, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৩২ হাজার ৯ নয়শত ০৪ টি ভূমিহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার, ২ শতক জমি সহ একটি বাড়ী। দেশব্যাপী কর্মসূচী অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলার প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আবু তাহের, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আনিসুরজ্জামান আনিস, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, ভীমখালি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সীতোষ কুমার তালুকদার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, যুবলীগের সভাপতি আবুল খয়ের, জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জেলা শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান, যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মকবুল হোসেন আফিন্দী, জামালগঞ্জ উপজেলা এনজিও কমিটির সভাপতি সাইফ উল্লাহ, জামালগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জামালগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প হতে ১ শত ৫০টি ঘরের চাবি হস্তান্তর করেন। তিনি আরও বলেন, যারা সহযোগিতা করেন, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা একান্ত প্রয়োজন। যাদের ভূমি ছিল না, ঘর ছিল না মাননীয় প্রধানমন্ত্রী ৩২ হাজার ৯ শত ৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।##

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন