ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও সুবিধাবঞ্চিতরা পেলেন ঈদ পোশাক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ , ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকন্ঞ্জিঃ“ঈদ আনন্দ হউক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সামাজিক সংগঠন “ইসমাইল ইন লাইফ” এর উদ্যোগে শহরের ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পোশাক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। সংগঠনের সভাপতি আসিফ ইকবাল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা প্রমূখ। পরে প্রায় একশ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসকল উপহার সামগ্রী দেয়া হয়। প্রসঙ্গত, সংগঠনটি তাদের সপ্তাহব্যাপী কার্যক্রমের আওতায় ১ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ করবে।
আপনার মন্তব্য লিখুন