সরাইলে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলাকে মাদক মুক্ত করার জন্য জেলা পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে সরাইল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সরাইল থানা পুলিশের সদস্যরা মঙ্গলবার ২৯ মার্চ বিশেষ অভিযান চালায়।
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা বুড্ডা পাকা সড়কের চেয়ারম্যানের প্রজেক্ট এর দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে মাদক কারবারি মো. আবুল বাশার (বাদশা)২২ পিতা- সাঈদ মিয়া, চতুরপুর( বাড়বাড়ী) ইউনিয়ন- বিষ্ণুপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
এ ব্যপারে সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন,গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, সরাইলে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ী তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
আপনার মন্তব্য লিখুন