২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মিনি ম্যারাথন অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ , ২৭ মার্চ ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রবিবার সকালে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় রানার্স কমিউনিটির উদ্যোগে তিন, পাঁচ ও দশ কিলোমিটার ক্যাটাগরিতে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।

সকাল ৬টায় স্থানীয় লোকনাথ উদ্যানে (টেংকের পাড়) এই ম্যারাথন প্রতিযোগীতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ।
৯৮ জন দৌঁড়বিদ লোকনাথ উদ্যান থেকে শুরু করেন। পরে তারা শহরের কাউতলী পর্যন্ত গিয়ে পুনরায় লোকনাথ উদ্যানে এসে দৌঁড় শেষ করেন। দৌঁড় শেষে লোকনাথ উদ্যানে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দিলারা আক্তার খান, সহযোগী অধ্যাপক হামজা মাহমুদ, জেলা রোভার স্কাউটের সম্পাদক শরীফ জসিম, ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির এডমিন মোঃ রাজন মিয়া, কাজী টুটুল, আবদুল আহাদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন