২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আলোচনা সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ , ২৭ মার্চ ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বত্তৃতা করেন সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও আ.ফ.ম. কাউসার এমরান, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, কার্যকরি সদস্য মো. মনির হোসেন, ফরহাদুল ইসলাম পারভেজ, সাবেক কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম। বক্তারা মহান স্বাধীনতা ৫০ বছর পূর্তিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। এসময় আজিজুর রহমান পায়েল, মনিরুজ্জামান পলাশ,আবদুল্লাহ্ আল নাইমসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন