২৫মার্চ গণ হত্যা দিবসে সরাইল প্রশাসনের বধ্যভূমির শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পনও মোমবাতি প্রজ্বলন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ , ২৬ মার্চ ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)১৯৭১ সালের ২৫মার্চ ভয়াল কাল রাত্রিতে পাক হানাদার বাহিনীর নির্মম নৃশংসতায় নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন অনুষ্টানের আয়োজন করা হয়।শুক্রবার (২৫মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা ভাইস- চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, মহিলা ভাইস- চেয়ারম্যান রোকেয়া বেগম,সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আসলাম হোসেন,মাহফুজ আলী ও ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, এড, কামরুজ্জান আনছারি, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম. সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মো. মুজাহিদ মিয়া, মো. সিজার মো. রনি প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা আগে বধ্যভূমির শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পন ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আপনার মন্তব্য লিখুন