২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে মহান স্বাধীনতা দিবস পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ৬টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এর আগে থেকেই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে শহীদ মিনারে হাজারো মানুষ পুষ্পার্ঘ অর্পণ করতে উপস্থিত হয়।
এতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মোনাজাত করা হয়।শ্রদ্ধা নিবেদন পর্বে ব্রাহ্মণবাড়িয়া- ৩১২ আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।এরপর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিভিন্ন এনজিও সহ একাধিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন।এ সময় উপস্থিত ছিলেন- সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর. উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া,সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন , উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়া সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, আলোচনা সভা , এবং সকাল এগারোটায় এই দিবসকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন