২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন- জাতীয় পার্টির

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ , ২৩ মার্চ ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

এনই আকন্ঞ্জি , চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জাতীয় পার্টি। আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডঃ রেজাউল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, সদস্য সচিব নাছির আহমেদ খান, জেরা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে উন্নয়ন নামক মহাসড়কে মহাগাড়ির নীচে দেশের মানুষ আজ পিষ্ট। নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের উর্ধ্বগিতর কারণে মানুষ দিশেহারা। ধার-দেনা করে তাদের জীবন চালাতে হচ্ছে। সরকারের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট পর্যাপ্ত মজুত থাকা সত্বেও রোজা এলেই দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। তাই বক্তারা অনতিবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন