২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ভাত খাওয়া হলো না সিএনজি চালকের

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ , ২১ মার্চ ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ব্রাহ্মণবাড়িয়া ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা কুটি-চৌমুনী বাজারের একটি হোটেলে ভাত খাওয়ার যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় মো. আরিফ (৩০) নামের একজন সিএনজি চালক নিহত হয়েছে।

রবিবার (২০ মার্চ) বিকালে নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফন-কাফন করার লক্ষ্যে হাইওয়ে থানা পুলিশ আরিফের পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করেন।

শনিবার রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুটি-চৌমনী বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. আরিফ কসবা উপজেলার শাহাপুর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। সে গ্যাসে চালিত সিএনজির চালক ছিল।

নিহতের ভাই সোলাইমান জানান, আরিফ শুক্রবার রাতে ভাত খাওয়ার জন্য কুটি-চৌমুনী বাজারের একটি হোটেলে যাচ্ছিলেন। আরিফ রাস্তা পাড়াপাড়ের সময় সিলেট অভিমুখী একটি প্রাইভেটকার সজোরে আরিফকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আরিফ নিহত হয়৷ পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে নিহতের লাশ উদ্ধার করে।

এব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন সিএনজি চালক নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন