২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৪ হাজার ৩৪৭ পরিবার পাবে, টিসিবির পণ্য।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় ৮৪ হাজার ৩৪৭ পরিবার পাবে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য ।

১৯ মার্চ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মো.শাহগীর আলম।

ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার মধ্যে আখাউড়ায় ৪৯৮৫, বাঞ্ছারামপুর ৯৩২৯, বিজয়নগর ৬২৪১, ব্রাহ্মণবাড়িয়া সদর ও পৌরসভায় ১৬৬৩৮, আশুগঞ্জ ৩৩৪০, কসবা ৮০১৬, নবীনগর ও পৌরসভা ১৩৮১২, নাসিরনগর ১২৭৭৬, সরাইল ৯২১০ জন এ সুবিধা পাবে। ৪০টি টিসিবি’র ডিলারের মাধ্যমে এসব পণ্য সরবরাহ করা হবে।

ভোক্তা মূল্যে প্রতি উপকারভোগী পরিবার এক কেজি চিনি ৫৫ টাকা, মশুরের ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল লিটার ১১০ টাকা, ছোলা ৫০ টাকা করে পাবেন। তবে প্রত্যেক পরিবার ২ কেজির বেশি পাবেন না।

জেলা প্রশাসক মো.শাহগীর আলম বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে ১ কোটি পরিবারের হাতে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে রোববার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৯টি উপজেলার কার্ডধারী ৮৪ হাজার ৩৪৭ পরিবারকে রমজান মাসের মাঝামাঝি পর্যন্ত ন্যায্যমূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে।

এদিন সকাল ৯টায় পৌরসভার টেংকেরপাড় লোকনাথ দিঘীরপাড় মাঠে স্থানীয় সাংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরি এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসক জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, পুলিশ সুপার আনিসুর রহমান, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন