কসবা জাতীয় শিশু দিবস পালিত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোহাম্মদ রাসেল মিয়াঃ কসবায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল, শ্রদ্ধাবনতচিত্তে পালিত হয়েছে বাংলার অবিসংবাদিত নেতা, এ দেশের মানুষের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দীপ্ত শপথে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু প্রকৃতিতে। উপজেলা প্রশাসন কসবা উপজেলা আওয়ামী লীগ, আঙ্গসংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।
আপনার মন্তব্য লিখুন