সরাইলে বিশ্ব-ভোক্তা অধিকার দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ , ১৬ মার্চ ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)”ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
১৫ মার্চ মঙ্গলবার সকাল এগারোটা দিকে সরাইল উপজেলা চত্বরে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, বীর মুক্তিযোদ্ধা মো. জুহিরুল ইসলাম, সরাইল থানা এস আই হোসনে মোবারক,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম, সুক এর পরিচালক মমিন হোসেন, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী, এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা দারিদ্র্যবিমোচন কর্মকর্তা,কাজী আব্দুল মোমেন, উপজেলা সমবায় সমিতির সভাপতি মো. রুবেল ঠাকুর প্রমুখ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, ক্রেতা যেসব বিষয়ে আইনের আশ্রয় নিতে পারেন, তা হলো বিক্রেতার পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা,সেবার তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, পণ্য মজুত করা, ভেজাল পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা, প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা, ওজনে ও পরিমাপে কারচুপি, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গজফিতায় কারচুপি, নকল পণ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অবহেলা। এই সব বিষয়ের উপরে সচেতন হওয়ার জন্য উপস্থিত বক্তারা বক্তব্যে রাখেন।
আপনার মন্তব্য লিখুন