নাসিরনগরে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ , ১৬ মার্চ ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার নাসিরনগরে ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী শাহ (৬৩) ও করিম শাহ (৫৫) নামের দুইজন অটোরিকশার যাত্রী নিহত হয়েছে।
১৬ মার্চ বুধবার দুপুর আড়াইটায় উপজেলার ধানকুড়া গ্রামের এ ঘটনা ঘটে। এসময় অটোরিকশায় থাকা আরো ৩জন যাত্রী আহত হয়েছে।
নিহত আলী শাহ নাসিরনগর সদরের দাতমন্ডল এলাকার সমুজ শাহ’র ছেলে ও করিম শাহ একই এলাকার দেওয়া আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বুধবার দুপুরে উপজেলার ধানকুড়া গ্রামে সরাইল বিশ্বরোড দিকে যাওয়া ট্রাক ও নাসিরনগরের দিকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আলী শাহ নামে একজন নিহত হন। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আহত করিম শাহও মারা যায়।
এব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরের সাথে সংঘর্ষে অটোরিকশাকে ২জন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। খাদে পড়ে থাকা ট্রাক্টরটিকে উদ্ধার করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন