দক্ষিণ মৌড়াইল আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি- এডঃ ওয়াদুদ, সন্পাদক-এডঃ রিপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ , ৮ মার্চ ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মনবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌড়াইল গ্রামের সন্মেলন অনুষ্ঠিত হয়।
আজ ৮ মার্চ২০২২ বিকেল চারটায় দঃ মৌড়াইল সাহেরা গফুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের মাঠে সাবেক সভাপতি মিজানুর রহমান সভাপতিত্বে দঃ মৌড়াইল আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর রাজনৈতিক উপদেষ্টা ওয়াহিদ খান লাভলু বিশেষ অতিথি হিসেবে ছিলেন,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শহর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জামাল খান আওয়ামী লীগের অন্যতম নেতা সৈয়দ আব্দুল কবীর তপন আওয়ামী লীগের অন্যতম নেতা মনির হোসেন টিপু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ খান আশা জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আল ফয়সল সাবেক ছাত্রলীগের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, আবুল কালাম মাস্টার, যুবলীগ নেতা মোঃ হান্নান সহ প্রমুখ। সভা শুরুর আগে সম্মেলনে উদ্বোধন করেন ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মুরাদ খান। সভাটি সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।
দঃ মোড়াইল আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দঃ মৌড়াইল আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন। এডঃ আব্দুল ওয়াদুদকে সভাপতি আবু শামীম মোঃ রিপনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য লিখুন