‘করোনার কারণে ভিসা বাতিল’ অবশেষে মাদকসহ প্রবাসী যুবক আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ , ৮ মার্চ ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জিঃ করোনা মহামারির কারণে গত বছর সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ান্দ ইউনিয়নের খারকোট গ্রামের মোতালেব সরকারের ছেলে সাহাবুদ্দিন (৩৬)। পরবর্তীতে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ভিসার মেয়াদ শেষ হওয়ায় আর সৌদি যেতে পারেননি তিনি।
এদিকে কোনো কর্মের সংস্থান করতে না পেরে এক বন্ধুর পরামর্শে মাদক ব্যবসায় জড়ান সাহাবুদ্দিন। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে মাদকসহ ধরা পড়েছেন তিনি। রোববার (০৬ মার্চ) বিকেলে আখাউড়া উপজেলার খারকোটস্থ নিজ বাড়ির সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় তার আরেক সহযোগী জালাল ভূঁইয়াকেও (৩৫) আটক করে পুলিশ।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সাহাবুদ্দিন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে করোনার কারণে বিদেশে ফিরে যেতে না পেরে স্থানীয় এক মাদক ব্যবসায়ীর পরামর্শে বেশি লাভের আশায় মাদক কারবারে জড়ান তিনি। আটক হওয়ার পর সে এখন অনুতপ্ত। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন