২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

একেক বার একেক নাম,অবশেষে গ্রেফতার মাদক মামলায় পলাতক ছাত্রদল নেতা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ , ৭ মার্চ ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

এনই আকন্ঞ্জিঃ অবশেষে মাদক মামলায় পলাতক থাকা ইব্রাহীম আহমেদ ওরফে শাহীন (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের কান্দিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, ২০১৭ সালে ২৫শে জুলাই রাজধানীর খিলখাও থানার এলাকার বনশ্রী থেকে ইব্রাহীম আহমেদ সহ ৩জনকে ১৪ কেজি গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় নিজেকে ইব্রাহীম আহমেদ পরিচয় দিয়ে পিতার নাম জয়নাল আবেদীন ও বাড়ি সদর উপজেলার সুলতানপুরে উল্লেখ্য করেন। ওই মামলায় আদালত থেকে জামিন পেয়ে ইব্রাহীম আহমেদ ওরফে শাহীন দীর্ঘদিন পলাতক থাকেন। ফলে মাদক মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। সেই গ্রেফতারী পরোয়ানা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পাঠানো হয়। কিন্তু ইব্রাহীমব্রাহীম আহমেদ নামে কাউকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ ইব্রাহীম আহমেদ ওরফে শাহীন নিজেকে কখনো শাহীনূর ইসলাম আবার কখনো শাহীনুর আহমেদ পরিচয় ব্যবহার করে যাচ্ছিলেন। পিতা ও মাতার নাম একই ব্যবহার করে যাচ্ছিলেন। এসব পরিচয় সে তার দলীয় কর্মকাণ্ডে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে যাচ্ছিলেন। অবশেষে তদন্তে বের হয়ে আসে এই শাহীনই ইব্রাহীম আহমেদ। অবশেষে ওই মাদক মামলার গ্রেফতারী পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, মাদক মামলার গ্রেফতারী পরোয়ানায় ইব্রাহীম আহমেদ ওরফে শাহীনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সে নিজের নাম পরিচয় একেক সময় একেকটা দিয়ে যাচ্ছেন। তবে বিরুদ্ধে মাদক মামলা আছে বলে স্বীকার করেন এবং সেই মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানান। কিন্তু তিনি জামিন নিয়েছেন এর কোন রিকল দেখাতে পারেননি। এই মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে আরও ৫টি মামলা চলমান আছে বলে জানান পুলিশ পরিদর্শক সোহরাব।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন