ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ , ১ মার্চ ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের আত্মত্যাগ ও গৌরবময় অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।
দিনটি পালনে মঙ্গলবার সকালে শহরের পীরবাড়িস্থ পুলিশ লাইন্সে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় পুলিশ স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পন এবং গার্ড অব অনার প্রদান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন সিআইডির পুলিশ সুপার মোঃ শাহরিয়ার রহমান, পিবিআই এর পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা প্রমুখ।
এ সময় পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান কর্তব্যরত অবস্থায় নিহত বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। পাশাপাশি তাদের এই আত্মত্যাগ পুলিশ সদস্যদের দেশপ্রেমে আরো উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে ব্রাহ্মণবাড়িয়ায় কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ১৩ টি পুলিশ পরিবারের সদস্যদের কাছে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
আপনার মন্তব্য লিখুন