২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়ায় বিক্ষোভ, গ্রেপ্তার ১ হাজার ৭০০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ইউক্রেন ইস্যুতে গত কয়েকদিন ধরে যে শঙ্কা ছিল গতকাল তা বাস্তব হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর গতকাল সকালে থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হয়েছে। 

স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বৃষ্টির মতো। আক্রমণের প্রথম দিনেই দেশটিতে নিহত হয়েছেন ১৩৭ জন।

রাশিয়ার সরকারি বিভিন্ন সিদ্ধান্তের ওপর যেসব বিরোধিতা হয় তার ওপর নজর রাখা একটি স্বাধীন মানবাধিকার সংগঠন জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলার পর যুদ্ধের বিরুদ্ধে রাশিয়ার অনেক শহরে বিক্ষোভ হয়েছে।

এসব বিক্ষোভে এ পর্যন্ত ১ হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওভিডি-ইনফো নামের একটি সংগঠন, যারা বিরোধী দলের সমাবেশে গ্রেপ্তারের ওপর নজর রাখে, তারা জানিয়েছে, মস্কোতে ৯০০ জনকে এবং সেন্ট পিটার্সবার্গে ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও এবং ছবিতে হাজার হাজার মানুষকে ‘যুদ্ধকে না বলুন’ লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় মিছিল করতে দেখা যায়। কিছু প্ল্যাকার্ডে সরকারের সিদ্ধান্তের সমালোচনাও করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তের প্রতিবাদে মস্কোর পুসকিন স্কয়ারে হাজার হাজার মানুষ  জড়ো হয়েছিলেন।  সেন্ট পিটার্সাবার্গে বিক্ষোভ করেছেন প্রায় এক হাজার মানুষ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আরও পড়ুন