রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ জেলায় সীমাহীন যানজট নিরসন ও ভূয়া রিকসার লাইসেন্স বাতিল করে প্রকৃত রিকশা চালকদের লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সদর উপজেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সহ-সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাজিদুল ইসলাম, আছমা বেগম, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ মিয়সহ রিকসা শ্রমিকরা।
এ সময় বক্তারা বলেন,একটি মহল দুর্নীতির মাধ্যমে প্রকৃত রিকসা চালকদের বঞ্চিত করে স্বজনপ্রীতি দেখিয়ে ভূয়া লাইসেন্স প্রদান করেছে। এতে অনেকই ব্যক্তিগতভাবে ও প্রতিষ্ঠান রিকসার মালিকানার চেয়ে ৪/৫ গুণ বেশি লাইসেন্স পেয়েছে।সেগুলো তারা ১১শ টাকায় ক্রয় প্রকৃত চালকদের কাছে পাঁচ উপরে বিক্রী করছে। এছাড়াও শহরের যানজট নিরসনে নতুন সড়ক নির্মাণ, বুয়েট প্রস্তাবিত উন্নত রিকসা, ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আপনার মন্তব্য লিখুন