সরাইলে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)সরাইলে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), সরাইল উপজেলা চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো.আরিফুল হক মৃদুল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন,সরাইল-সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি মো.আনিছুর রহমান,সরাইল অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন,খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.শাহজালাল আলম,উপজেলা আওয়ামীলীগ আহবায়ক এড.মোঃ নাজমুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.একরাম হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাইমুনা জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো, ইসমত আলী, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য মো.মোস্তাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আরও ছিলেন,সদর চেয়ারম্যান মো.আব্দুল জব্বার, সরাইল ফায়ার সার্ভিস ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.আমিন খান, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সিজারসহ রাজনৈতিক ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন